kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

জাতীয় দলের সাবেক ফুটবলারের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

কালের কণ্ঠ অনলাইন   

৩১ মে, ২০২০ ০৭:৫৯ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় দলের সাবেক ফুটবলারের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য, ঢাকা আবাহনী লিমিটেডের পরিচালক গোলাম রাব্বানী হেলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

গতকাল শনিবার এক শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, প্রখ্যাত ফুটবল খেলোয়াড় গোলাম রাব্বানী হেলালের মৃত্যুতে দেশ একজন কৃতি ফুটবলার ও দক্ষ সংগঠককে হারাল। যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

সাবেক এই ফুটবলারের মৃত্যুতে ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন মন্ত্রী। সেইসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সবার প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা