kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

'আমাদের বিপক্ষে নয়, পাকিস্তানের বিপক্ষে ডাবল করো'

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মে, ২০২০ ১৯:২৬ | পড়া যাবে ২ মিনিটে'আমাদের বিপক্ষে নয়, পাকিস্তানের বিপক্ষে ডাবল করো'

ওয়ানডেতে তিন খানা ডাবল সেঞ্চুরির মালিকের নাম রোহিত শর্মা। মাঠে ব্যাট হাতে তিনি যতটা ভয়ংকর, ব্যক্তিজীবনে তিনি ততটাই অমায়িক। কয়দিন আগেই বাংলাদেশের তামিম ইকবালের সঙ্গে লাইভে এসেছিলেন। ভারতের বিধ্বংসী এই ওপেনার এখন ফর্মের তুঙ্গে আছেন। এবার 'হিটম্যান' খ্যাত রোহিতকে উদ্দেশ করে বিশেষ বার্তা দিলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি। 

রোহিতকে একের পর এক ডাবল সেঞ্চুরি করতে দেখে ব্রেট লি বলেছেন, 'অস্ট্রেলিয়ায় রোহিতকে প্রথম বার ব্যাট করতে দেখে অবাকই হয়ে গিয়েছিলাম। আশা করি রোহিত আরও অনেকগুলো ডাবল সেঞ্চুরি করবে। দয়া করে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর ডাবল সেঞ্চুরি করো না। অন্য কোনো দেশের বিপক্ষে করো। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করতে পার কিন্তু আমাদের বিপক্ষে আর করো না।'

ঘটনাক্রমে ২০১৩ সালে বেঙ্গালুরুতে অজিদের বিপক্ষেই প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন রোহিত। তারপর ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এই শ্রীলঙ্কার বিপক্ষেই মোহালিতে ২০১৭ সালে তৃতীয় ডাবল হাঁকান রোহিত। এখন ক্রিকেটবিশ্বের সবাই জানে যে, রোহিত কোনোমতে ৪০ পার করলেই ভয়ংকর হয়ে ওঠেন। ব্রেট লি আরও বলেছেন, 'ব্যাটে-বলে ঠিকঠাক হলে যে শব্দটা হয়, সেই শব্দটাই রোহিতের ব্যাট থেকে পাচ্ছিলাম। ওই শব্দটা শুনেই আমার মনে হয়েছিল রোহিত অনেকদূর যাবে।'

মন্তব্যসাতদিনের সেরা