kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

ইপিএলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মে, ২০২০ ২১:৩৪ | পড়া যাবে ১ মিনিটেইপিএলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে

দ্বিতীয় ধাপে কোভিড-১৯ পরীক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাবের আরও দুই জন খেলোয়াড় আক্রান্ত হয়েছেন। গত তিন দিনে মোট ৯৯৬ জন ফুটবলার ও ক্লাব স্টাফের করোনাভাইরাস পরীক্ষায় দুই জন পজিটিভ হয়েছেন। আক্রান্তদের পরিচয় জানায়নি ইপিএল কর্তৃপক্ষ। তবে তাদে সাত দিন সেল্ফ আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছে।

প্রিমিয়ার লিগতে এখন পর্যন্ত ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কোভিড-১৯এর কারণে গত মার্চ থেকে ইপিএলসহ ইউরোপের সব লিগই বন্ধ রয়েছে। আগামী মাসে লিগ পুনরায় শুরুর লক্ষ্যে ইপিএল কর্তৃপক্ষের। তাই মঙ্গলবার থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে ইংলিশ লিগের ক্লাবগুলো।

এর আগে গত রবিবার ও সোমবার ইপিএলের ১৯টি ক্লাবের ৭৪৮জন খেলোয়াড় ও স্টাফের করোনাভাইরাস পরীক্ষা করে ৬ জনের পজিটিভ পাওয়া যায়। এ ছাড়াও কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়া দুই ব্যক্তির সংস্পর্শে আসায় ওয়াটফোর্ডের দুইজন খেলোয়াড় সেল্ফ আইসোলেশনে আছেন বলে জানান কোচ নাইজেল পিয়ারসন।

মন্তব্যসাতদিনের সেরা