kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

রোহিতকে টি-টোয়েন্টি অধিনায়ক করার দাবি

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মে, ২০২০ ২০:৩৭ | পড়া যাবে ২ মিনিটেরোহিতকে টি-টোয়েন্টি অধিনায়ক করার দাবি

ভারতের জাতীয় দলকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেন বিরাট কোহলি। আর কোহলিকে যখন বিশ্রাম দেওয়া হয়, তখন নেতৃত্ব পেয়ে যান রোহিত শর্মা। এমনিতেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। এবার কোহলির উপর থেকে চাপ কমানোর জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত শর্মাকে অধিনায়ক করার দাবি তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার অতুল ওয়াসন। যিনি 'দুই অধিনায়ক' তত্বের বড় সমর্থকও বটে।

একটি ক্রীড়া ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসন বলেছেন, 'কোহলির উপর থেকে চাপ কমানোর দিকে লক্ষ্য রাখা উচিত। কারণ কোহলির উপরে প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে। আমার মনে হয়, তিন ফরম্যাটেই নেতৃত্ব দিতে চাইবে কোহলি। কিন্তু রোহিতকেও ক্যাপ্টেন্সি দেওয়া হোক। টি-টোয়েন্টির অধিনায়ক হোক রোহিত আর টেস্ট-ওয়ানডে ফরম্যাটে দলের নেতৃত্ব থাক কোহলির হাতে।'

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ বার চ্যাম্পিয়ন করেছেন রোহিত। জাতীয় দলের হয়েও তার নেতৃত্বের রেকর্ড বেশ ভালো। অনেকেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের সঙ্গে রোহিতের মিল খুঁজে পান। ওয়াসন বলেছেন, 'রোহিত ভালো অধিনায়ক। সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়। মু্ম্বাই ইন্ডিয়ান্সের হয়েও সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য পেয়েছে। ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিতকে অধিনায়ক করার কথা ভাবা যেতেই পারে।'

মন্তব্যসাতদিনের সেরা