kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

ধোনির মতো ম্যাচ শেষ করতে চান মাহমুদউল্লাহ

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মে, ২০২০ ১৮:৩০ | পড়া যাবে ২ মিনিটেধোনির মতো ম্যাচ শেষ করতে চান মাহমুদউল্লাহ

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত তিনি। ধোনি ক্রিকেবিশ্বে পরিচিত 'দ্য ফিনিশার' হিসেবে। অন্যদিকে বাংলাদেশের 'দ্য সাইলেন্ট কিলার' খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদও ফিনিশার হিসেবেই দলে ভূমিকা রাখেন। ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করেন, তিনিও চান ম্যাচের উপরে তেমনই প্রভাব বিস্তার করতে।

মাহমুদউল্লাহর নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে অবশ্য ধোনি খেলেননি। ধোনিকে নিয়ে মাহমুদউল্লাহর বক্তব্য, 'ধোনি যেভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে, তা এক কথায় অসাধারণ। ভারতীয় দলের হয়ে পাঁচ-ছয় নম্বরে ব্যাট করতে নামে ধোনি। আমি যখন অবসর সময়ে থাকি, তখন ধোনির ইনিংসগুলো দেখি। অনেক সময়ে ধোনির লাইভ খেলাও দেখেছি। ওর খেলা দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি।'

ধোনি যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করেন, মাহমুদউল্লাহও সে ভাবেই ম্যাচ নিয়ন্ত্রণ করতে চান, 'ওয়ানডে ক্রিকেটে ৫০-এর বেশি গড় এবং ৯০-এর বেশি স্ট্রাইক রেট রাখা খুবই কঠিন। ধোনি ক্যারিয়ারজুড়ে ঠিক এই কঠিন কাজটাই করে গেছে। শেষ পর্যন্ত টিকে থেকে যেভাবে ম্যাচ শেষ করে ফেরে, সেটা অনবদ্য। আমিও ধোনির মতোই পাঁচ-ছয় নম্বরে ব্যাট করি। আমিও ধোনির মতো ম্যাচ শেষ করতে চাই। ওকে দেখে অনেক কিছু শিখি।'

মন্তব্যসাতদিনের সেরা