kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

ড্রেসিংরুমে স্যান্ডউইচ খাচ্ছিলাম, ধোনি এসে বলল 'প্যাড পর'

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মে, ২০২০ ১৫:৩৯ | পড়া যাবে ২ মিনিটেড্রেসিংরুমে স্যান্ডউইচ খাচ্ছিলাম, ধোনি এসে বলল 'প্যাড পর'

২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। তাঁর শতরানের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিল সুরেশ রায়নার চোখধাঁধানো ইনিংস। সেই ম্যাচে হঠাৎই তার ব্যাটিং অর্ডার বদলে দেওয়া হয়। ড্রেসিংরুমে বসে স্যান্ডউইচ খাচ্ছিলেন। হঠাৎই ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এসে বললেন, 'প্যাড পরে নাও। এর পরে ব্যাট করতে নামতে হবে।'

পাঁচ বছর আগের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কীভাবে তার ব্যাটিং অর্ডার বদলে দিয়েছিলেন ধোনি, সেই গল্পই শুনিয়েছেন রায়না। বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করতে  নামছিলেন অজিঙ্কা রাহানে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ধোনি হঠাৎই ব্যাটিং অর্ডার বদলে পাঁচ নম্বর থেকে চারে পাঠিয়ে দেন রায়নাকে। ধোনির এই একটি সিদ্ধান্ত ম্যাচের চেহারা বদলে দেয়।

রায়না বলছেন, 'আমি ধোনির সিদ্ধান্ত নিয়ে কোনোদিনই প্রশ্ন তুলিনি। যতদূর মনে পড়ছে, আমি স্যান্ডউইচ খাচ্ছিলাম। সেই সময়ে এমএস এসে বলল, প্যাড পরে নাও। এরপর তোমাকে ব্যাট করতে যেতে হবে। পরে ধোনি ভাইকে এই পরিবর্তন নিয়ে জিজ্ঞেস করেছিলাম। উনি বলেন আমার মনে হয়েছিল লেগ স্পিনারদের বিপক্ষে তুমি ভাল খেলবে।'

সেই সময়ে ক্রিজে ছিলেন কোহলি ও শিখর ধাওয়ান। ধাওয়ান রান আউট হতেই নেমে পড়েন রায়না। ২৯.৫ ওভারে ভারতের রান তখন ৩ উইকেটে ১৬২। রায়না ক্রিজে নেমে তার সহজাত ব্যাটিং করতে থাকেন। ধোনির এই ধুরন্ধর চালে ইয়াসির শাহ উইকেটশূন্য ছিলেন। রায়না খেলেন ৫৬ বলে ৭৪ রানের ইনিংস। কোহলির সঙ্গে জুটি হয় ১১০ রানের। ম্যাচটা ভারত খুব সহজেই ৭৬ রানে জিতে নেয়। বিশ্বকাপে কখনই পাকিস্তান হারাতে পারেনি ভারতকে।

মন্তব্যসাতদিনের সেরা