kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

বিশ্বকাপের পর আইপিএল সেরা আসর : বাটলার

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মে, ২০২০ ২০:১৬ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বকাপের পর আইপিএল সেরা আসর : বাটলার

যে মুহূর্তে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালান বোর্ডার আইপিএলের কঠোর সমালোচনা করেছেন, সেই মুহূর্তেই ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রশংসায় মুখর হলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার। তার কাছে আইপিএল নাকি বিশ্বকাপের পরেই সবচেয়ে 'গুরুত্বপূর্ণ' এবং 'ভালো' টুর্নামেন্ট।

একদিন আগেই বোর্ডার বলেছিলেন যে, আইপিএলের কারণে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয় তবে বাকি দেশগুলোর উচিত হবে আইপিএল বয়কট করা। তবে ২০১৬ সাল থেকেই আইপিএলে খেলে চলা বাটলার বলেন, 'আইপিএলের জন্য ইংল্যান্ডের ক্রিকেটের উন্নতি হয়েছে। গত কয়েক বছরে আইপিএলে ইংলিশ ক্রিকেটারের সংখ্যা বেড়েছে। আমি এই টুর্নামেন্ট খেলার জন্য মরিয়া ছিলাম। আমার মতে, বিশ্বকাপ বাদ দিলে এটাই সেরা টুর্নামেন্ট।'

জাঁকজমক টি-টোয়েন্টির আসর আইপিএলে প্রতিবারই বসে তারকার মেলা। প্রতিটি ম্যাচ হয় তুমুল জমজমাট। বাটলার সেই প্রসঙ্গে বলেছেন, 'আইপিএলে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সব লড়াই হয়। ব্যাঙ্গালোর সেরা তিন দলের মধ্যে থাকবে। বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো তারকা আছে। অন্যদিকে আছে যশপ্রীত বুমরাহ, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গার মতো সব দুধর্ষ বোলার। একসঙ্গে এত তারকার সমাবেশ বিশ্বকাপ ছাড়া একমাত্র আইপিএলেই সম্ভব।'

মন্তব্যসাতদিনের সেরা