kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

যে কারণে প্রীতির দল ছেড়ে দিল্লিতে অশ্বিন

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মে, ২০২০ ১৮:০০ | পড়া যাবে ২ মিনিটেযে কারণে প্রীতির দল ছেড়ে দিল্লিতে অশ্বিন

আইপিএলে গত দুই বছর বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। একসময় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছিল যে, অশ্বিনকে দিল্লি ক্যাপিটালসে পাঠানো হবে না। কিন্তু সেই ঘোষণার এক বছরের মধ্যেই দিল্লির ফ্র্যাঞ্চাইজিতে চলে আসেন অফস্পিনার। কেন হঠাৎ পাঞ্জাব ছেড়ে দিল্লিতে এলেন অশ্বিন? পাঁচ মাস কেটে গেলেও প্রকৃত কারণ জানা যায়নি।

অবশেষে এবার অশ্বিন নিজেই মুখ খুললেন তার দল বদল নিয়ে, 'আমি এমন একটা ফ্র্যাঞ্চাইজিতে এসেছি যারা গত বছর প্লে-অফে খেলেছিল। দলে ঋষভ পন্থ ও পৃথ্বী শর মতো দুর্দান্ত কয়েকজন ক্রিকেটারও রয়েছে। আমার অভিজ্ঞতা দলের কাজে লাগতে পারে বলে মনে হয়েছিল। যাতে দলের সুবিধা হবে। আমি যদি বোলিং বিভাগ শক্তিশালী করতে পারি, তবে আমরা শিরোপার দৌড়ে সামনে চলে আসব। সেই লক্ষ্য নিয়েই এখানে এসেছি।'

উল্লেখ্য, ২০১৮ সালের আইপিএল নিলামে ৭.৬ কোটি রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাবে যোগ দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দুই বছর ধরে তিনি নেতৃত্বও দিয়েছেন দলকে। ২০১৮ সালের আইপিএলে ভালো শুরু করেও পরের দিকে দিশা হারিয়ে ফেলে দল। ২০১৯ সালের আইপিএলে অবশ্য ১৪ ম্যাচের মধ্যে মাত্র ছয়টিতে জিতে ষষ্ঠ স্থানে ছিল পাঞ্জাব। এই দলের হয়েই কুখ্যাত 'মানকড় আউট' করে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন অশ্বিন। যদিও তিনি এটাকে 'অন্যায়' মনে করেন না

মন্তব্যসাতদিনের সেরা