kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

ভারত কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে?

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মে, ২০২০ ১৬:২৬ | পড়া যাবে ২ মিনিটেভারত কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে?

করোনা কালীন সময়ে ক্রিকেটবিশ্বে জোর গুঞ্জন চলছে যে, আইপিএল আয়োজন করতে গিয়ে নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিতে চাপ দিচ্ছে ভারত। এই প্রথমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা বিষয়টি নিয়ে মুখ খুললেন। 'আইপিএলের জন্য বিশ্বকাপ পেছানোর চেষ্টা'- স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার জন্য তারা কোনোরকম চাপ প্রয়োগ করবে না।

সম্প্রতি অস্ট্রেলিয়ার কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বিশ্বকাপ নিয়ে এমন তথ্য প্রকাশ্যে আসে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হলো বিসিসিআই। আইসিসিতে ও বিশ্ব ক্রিকেটে ভারতীয় বোর্ডের যা প্রভাব, তারা জোর করে কিছু চাইলে সেটির বাস্তবায়ন খুবই সম্ভব। তবে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল রয়টার্সকে জানিয়েছেন, ভারত কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে? আমরা মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করব এবং যেটি ঠিক হয়, আইসিসি সিদ্ধান্ত নেবে।'

আগামী ১৮ অক্টোবর শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে এমনিতেই পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অন্যদিকে গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। টুর্নামেন্টটি না হলে বড় আর্থিক ক্ষতি হয়ে যাবে ভারতের। অরণ ধুমাল আরও বলেন, 'বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার যদি টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং সবকিছু সামলানোর ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া যদি আত্মবিশ্বাসী হয়, তাহলে এটা তাদের সিদ্ধান্ত। বিসিসিআই কোনো সুপারিশ করবে না।'

মন্তব্যসাতদিনের সেরা