kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

ছেলেকে বাঁচাতে সমুদ্রে ভেসে গেলেন সাবেক রেসলিং তারকা!

কালের কণ্ঠ অনলাইন   

২২ মে, ২০২০ ১৫:৫৭ | পড়া যাবে ২ মিনিটেছেলেকে বাঁচাতে সমুদ্রে ভেসে গেলেন সাবেক রেসলিং তারকা!

ছেলেকে বাঁচাতে গিয়ে মারা গেলেন সাবেক রেসলিং তারকা শ্যাড গাসপার্ড। গত রবিবার সমুদ্রে ভেসে গিয়েছিলেন সাবেক ডব্লিউডব্লিউই ট্যাগ চ্যাম্পিয়ন। তিনদিন নিখোঁজ থাকার পর বুধবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্যাড গাসপার্ডের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দ্য রক, ট্রিপল এইচসহ ডব্লিউডব্লিউইর হেভিওয়েট তারকারা।

জানা গেছে, লকডাউনে ক্যালিফর্নিয়ার সমুদ্র সৈকতে সাঁতার কাটছিলেন গাসপার্ড ও তাঁর ১০ বছরের ছেলে। হঠাৎ স্রোত তীব্র হওয়ায় ভেসে যেতে থাকেন দুজনে। সৈকতে উপস্থিত লাইফগার্ড কেনিচ হ্যাসকেট বাঁচানোর চেষ্টা করলেও একসঙ্গে দুজনকে বাঁচানো সম্ভব ছিল না। তখন লাইফগার্ডের উদ্দেশ্যে গাসপার্ড বলেন, 'শুধু আমার ছেলেকে বাঁচান!' সেইমতো ছেলে আরিয়েহকে বাঁচিয়ে ১ মিনিটের মধ্যে শ্যাডকে খুঁজতে স্রোতে ফেরেন হ্যাসকেট। তবে ততক্ষণে ডুবে গেছেন এই কুস্তিগির!

উদ্ধারকারী দল ৭বার গাসপার্ডের খোঁজে অভিযান চালায়। তবে ৭০ নটিক্যাল মাইল এলাকাতেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। গত বুধবার সকালে সমুদ্র ফিরিয়ে দিয়ে যায় গাসপার্ডের মরদেহ। রেসলিং ক্যারিয়ারে জনপ্রিয় 'ক্রাইম টাইম' জুটির অংশ ছিলেন শ্যাড গাসপার্ড। ২০১০ সালে রিংয়ের কুস্তি থেকে অবসরের পর পার্শ্ব অভিনেতা হিসেবে কেরিয়ারের চেষ্টা করছিলেন শ্যাড গাসপার্ড। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ডব্লিউডব্লিউই চেয়ারম্যান ভিন্স ম্যাকম্যাহন, অভিনেতা ডোয়েইন দ্য রক জনসন প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা