kalerkantho

বুধবার । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৭  মে ২০২০। ৩ শাওয়াল ১৪৪১

তোমাদের 'আসসালামু আলাইকুম' অসাধারণ লাগে : কেন উইলিয়ামসন

কালের কণ্ঠ অনলাইন   

২১ মে, ২০২০ ২০:৩৫ | পড়া যাবে ১ মিনিটেতোমাদের 'আসসালামু আলাইকুম' অসাধারণ লাগে : কেন উইলিয়ামসন

 

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের লাইভে আজ এসেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। গত মঙ্গলবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হিসেবে এসে বাংলাদেশের মানুষদের ঈদ মোবারক জানিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আজ 'দ্য জ্যান্টলম্যান' কেন উইলিয়ামসনও জানিয়েছেন শুভেচ্ছা।

লাইভের শেষদিকে তামিম ঈদের প্রসঙ্গ টেনে বলেন, 'শেষ করার আগে তোমাকে বলতে চাই, আমাদের ঈদ আসছে সামনেই। তুমি কি বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাবে?’ উইলিয়ামসন স্বাগ্রহে বলেন, ‘হ্যাঁ অবশ্যই। বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক!'

এরপর নিউজিল্যান্ড অধিনায়ক জানান মুসলমানদের সালামের রীতির বিষয়ে নিজের মুগ্ধতার কথা। কেন উইলিয়ামসন নিজ থেকেই বলেন, 'আরেকটা জিনিস, একদম শুরুতে পরিচয় পর্বে, আসসালামু আলাইকুম বললে... এটা সত্যিই সুন্দর একটা বিষয়। সত্যিই অসাধারণ।'

বিদায় নেওয়ার আগে তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে কেন  আরও বলেন, 'এমন দারুণ এক আয়োজনে আমাকে আমন্ত্রণ করায় তোমাকে ধন্যবাদ তামিম। আমি আশা করছি, দর্শকরা নিশ্চয়ই আমাদের এই আড্ডা উপভোগ করেছে।'

মন্তব্যসাতদিনের সেরা