kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

যেভাবে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন নাদাল

কালের কণ্ঠ অনলাইন   

৯ এপ্রিল, ২০২০ ১১:০২ | পড়া যাবে ১ মিনিটেযেভাবে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন নাদাল

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিরুপ প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। যার ফলে ফুটবল, ক্রিকেট ও টেনিসসহ সব ধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্ট বাতিল করা হয়েছে বা স্থগিত রয়েছে। তার ওপর বিশ্বজুড়ে করোনায় মৃতের ও আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। তাই সতর্কতা হিসেবে নিজ বাসায় গৃহবন্দি থাকতে হচ্ছে খেলোয়াড়দের। তবে নিজেদের মত করে সময় কাটাচ্ছেন তারা। যেমন-স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। কিভাবে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে ভিডিও করে দেখালেন তিনি।

স্পেনে নিজের বাড়ির পেছনের উঠোনে বোনের সাথে টেনিস খেলার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন নাদাল। সেই পোস্টে দেখা যায়, বোন মারিয়া বেলের সঙ্গে খেলার সময় নেট হিসেবে দুটি চেয়ারকে ব্যবহার করেছেন নাদাল। 

শুধুমাত্র পরিবারের সাথেই সময় কাটাচ্ছেন না বিশ্বের দুই নম্বর এই টেনিস তারকা। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সংগ্রহের ক্যাম্পেনেও রয়েছেন তিনি। এই ক্যাম্পেনের নাম ‘নুয়েস্ত্রামেজরভিক্টোরিয়া’।

মন্তব্যসাতদিনের সেরা