kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

গাড়িভর্তি ত্রাণ আর বান্ধবীকে নিয়ে পথে নামলেন ব্রাজিল তারকা

কালের কণ্ঠ অনলাইন   

৮ এপ্রিল, ২০২০ ১৮:২১ | পড়া যাবে ২ মিনিটে



গাড়িভর্তি ত্রাণ আর বান্ধবীকে নিয়ে পথে নামলেন ব্রাজিল তারকা

করোনাভাইরাসের কারণে মহাবিপদে পড়ে গেছেন বেশিরভাগ মানুষ। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তাদের অবস্থা ভয়াবহ। অনেক বাড়িতে খাওয়া বন্ধ হয়ে গেছে। মধ্যবিত্ত- নিম্ম মধ্যবিত্ত পরিবারেও একই অবস্থা। দরিদ্ররা চাইতে পারলেও মধ্যবিত্তরা লজ্জায় ত্রাণও চাইতে পারেন না। ব্রাজিলেও তার ব্যতিক্রম নয়। এবার এসব অসহায়দের পাশে দাঁড়ালেন ব্রাজিল তারকা ডগলাস কস্তা।

২৯ বছর বয়সী জুভেন্টাস উইঙ্গার গাড়ি ভর্তি ত্রাণ নিয়ে হাজির হয়েছেন মানুষের দ্বারে। সঙ্গে তার মডেল গার্লফ্রেন্ড নাথালিয়া ফেলিক্স। নিজেদের ত্রাণ বিতরণের ছবি তারা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যাতে অন্যরা উৎসাহিত হয়। ছবি পোস্ট করে কস্তা লিখেছেন, 'আজ আমরা এত সব বিহ্বলতার মধ্যে দাঁড়িয়ে অন্যকে সাহায্য করার মহৎ ‍আকাঙ্খা নিয়ে বের হয়েছি।'

ক্রিশ্চিয়ানো রোনলদোর ক্লাব জুভেন্তাসে খেলেন ডগলাস কস্তা। ইতালিতে করোনা পরিস্থিতি এখন ভয়াবহ। এর আগেই অবশ্য কস্তা তার দেশে ফিরে গেছেন। সেখানে গিয়ে ঘরে বসে নেই। স্বদেশি অসহায় মানুষদের সাহায্যার্থে রাস্তায় বেরিয়ে পড়েছেন। ব্রাজিলিয়ান তারকার বান্ধবী কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের পুরো দিনের কাজের সারসংক্ষেপ!! অভাবী মানুষদের সাহায্য করা। 'যা তুমি করবে, হৃদয়ের পুরোটা দিয়ে, শুধু সৃষ্টাকে খুশি করার জন্য, মানুষকে নয়। কলোসিয়ান্স ৩:২৩।'

মন্তব্য



সাতদিনের সেরা