kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

ধোনি আর যুবরাজের ঝামেলা নিয়ে মুখ খুললেন নেহরা

কালের কণ্ঠ অনলাইন   

৮ এপ্রিল, ২০২০ ১৭:০৬ | পড়া যাবে ২ মিনিটেধোনি আর যুবরাজের ঝামেলা নিয়ে মুখ খুললেন নেহরা

অনেকেই বলে থাকেন, মহেন্দ্র সিং ধোনির কারণেই যুবরাজ সিংয়ের ক্যারিয়ার এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। স্বয়ং যুবরাজের বাবা যোগরাজ সিং এই অভিযোগ করেছিলেন। কয়দিন আগে যুবরাজ নিজেও বলেছেন, সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে তিনি যতটা সহযোগিতা পেয়েছেন ধোনির থেকে তা পাননি। এবার এই দুই ক্রিকটারকে নিয়ে মুখ খুললেন তাদের একসময়ের সতীর্থ আশীষ নেহরা।

ভারতের সাবেক এই পেসার মনে করেন, ধোনির নেতৃত্বেই যুবরাজ সবচেয়ে ভালো খেলেছে। তার ভাষায়, 'ধোনির নেতৃত্বে ভালো খেলেছে যুবরাজ। ২০০৭ ও ২০০৮ সাল থেকে ও যেভাবে ব্যাট করেছে, তা অসাধারণ। ২০১১ সালে নিজের অসুস্থতার মধ্যেও দুঃসাহসী হয়ে দুর্দান্ত খেলেছিল সে। সেটাও ছিল ধোনির নেতৃত্বে। ১৬ বছর ধরে খেললে প্রত্যেক ক্রিকেটারেরই কোনো না কোনো ফেভারিট ক্যাপ্টেন থাকে। আর আমার মতে, ধোনির নেতৃত্বে দারুণ খেলেছে যুবরাজ।'

এরপর আইপিএল নিয়েও কথা বলেছেন নেহরা। করোনার মাঝেও আইপিএল নিয়ে আশা ছাড়ছেন না তিনি, 'আগস্টে আইপিএল নাও হতে পারে। কারণ তখন দেশের নানা অংশে বৃষ্টি হয়। আগস্টে আইপিএল হলে অনেক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবে। তবে অক্টোবরে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, তবে আইপিএল আয়োজনের শতভাগ সুযোগ আছে।'

মন্তব্যসাতদিনের সেরা