kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

২শ পরিবারকে খাবার দিলেন পান্না ঘোষ

কালের কণ্ঠ অনলাইন   

৭ এপ্রিল, ২০২০ ১৮:৪৭ | পড়া যাবে ১ মিনিটে২শ পরিবারকে খাবার দিলেন পান্না ঘোষ

করোনাভাইরাসের কারণে চলতি অঘোষিত লকডাউনে সবচেয়ে বিপদে পড়েছেন দিনমজুররা। তাদের ঘরে এখন খাদ্যাভাব। এই অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেট তারকারা। এবার করোনাভাইরাসের কারনে অসহায়-দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় পান্না ঘোষ।

এই তারকা ক্রিকেটার রাজশাহীতে নিজ বাসার আশে-পাশে ২শ পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে ২৮টি ওয়ানডে ও ৪০টি টি-২০ খেলা পান্না লিখেছেন, 'এখন পরিস্থিতি মোটেও ভালো নয়। কেউ কাজের জন্য বাইরে বের হতে পারছে না। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে আমরা যেনো সচেতন হই। আমাদের সবার সচেতনতা এই ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করতে পারে।'

উল্লেখ্য, জাতীয় পুরুষ দলের ক্রিকেটাররা নিজেদের একমাসের বেতনের অর্ধেক টাকা দিয়ে করোনা দুর্গতদের জন্য ফান্ড খুলেছেন। তবে নারী ক্রিকেটারদের বেতন অনেক কম। এই স্বল্প সামর্থ্য নিয়েই পান্না ঘোষরা এগিয়ে আসছেন দুর্গতদের সহায়তায়। এতসব সহায়তার পরেও যদি মানুষ ঘরে না থাকে, তবে করোনা মোকাবেলা অসম্ভব হয়ে উঠবে।

মন্তব্যসাতদিনের সেরা