kalerkantho

বুধবার । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৭  মে ২০২০। ৩ শাওয়াল ১৪৪১

করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীর উদ্দেশে পুজারার বার্তা

কালের কণ্ঠ অনলাইন   

৫ এপ্রিল, ২০২০ ১৩:১৮ | পড়া যাবে ২ মিনিটেকরোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীর উদ্দেশে পুজারার বার্তা

ভারতীয় ক্রিকেট দলের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ চেতেশ্বর পুজারা। দীর্ঘ সময় ক্রিজে পড়ে থেকে বোলারদের বিরুদ্ধে লড়াই করাটা তাঁর স্বভাব। এবার সেই পুজারা চান, লকডাউনে দীর্ঘ সময় গৃহবন্দি থেকে যেন সবাই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান।

সংবাদ সংস্থা পিটিআইকে পুজারা বলেছেন, 'লকডাউনের সময় সরকার থেকে যা নির্দেশ দেওয়া হয়েছিল তা বেশির ভাগ মানুষই মেনে চলছি। কিন্তু এখনও এমন অনেকে আছেন, যাঁরা এই ভাইরাস সংক্রমণের গুরুত্ব বুঝছেন না। বুঝতে চাইছেন না, এঁরাও ভাইরাসে আক্রান্ত হতে পারেন।’’

জানা গেছে, দেশের এমন পরিস্থিতিতে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে পুজারাকেও। তাই বেশির ভাগ সময়টা নিজের দুই বছরের মেয়ের সঙ্গে কাটাচ্ছেন। তবে ঘরবন্দি অবস্থাতেও ব্যাট হাতে তুলে নিয়েছেন তিনি। তবে সেটা প্লাস্টিকের ব্যাট। 

ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম এই স্তম্ভ বলেছেন, 'এটা শুধুই আমার মেয়ের আবদার মেটানোর জন্য। এখন এর বাইরে আর কিছু করা যাচ্ছে না।'

তবে এর মানে এই নয় যে, পুজারা ফিটনেসে নজর দিচ্ছেন না। বাড়িতে জিম থাকার কারণে নিজেকে তৈরি রাখতে সমস্যা হচ্ছে না। পুজারার কথায়, 'আমি সব কিছু ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাই। ক্রীড়াবিদদের মাঝে মাঝে বিশ্রাম নেওয়াটা জরুরি হয়ে পড়ে। আমার ভাগ্য ভালো, বাড়িতে একটা জিম আছে। এখানে বাইরে গিয়ে জিম করা সম্ভব হত না। তাই বাড়িতেই আগে থাকতে ব্যবস্থা করা ছিল। তাছাড়া যোগ ব্যায়াম করি, যা আমাকে সাহায্য করে।' 

মন্তব্যসাতদিনের সেরা