kalerkantho

রবিবার। ২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৭ জুন ২০২০। ১৪ শাওয়াল ১৪৪১

৯০ বছর পর একদিনে দুই ম্যাচ খেলতে রাজি মরগ্যানরা

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০২০ ২০:৩৬ | পড়া যাবে ২ মিনিটে৯০ বছর পর একদিনে দুই ম্যাচ খেলতে রাজি মরগ্যানরা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সব ধরনের খেলাধুলা বন্ধ আছে। ইংল্যান্ডের অবস্থাও তাই। আগামী ২৮ মে পর্যন্ত সব ধরনের পেশাদার ক্রিকেট স্থগিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। খেলা আবার কবে শুরু হবে, তার কোনো ঠিক নেই। এতে ক্রিকেট বোর্ডগুলো বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেকার হয়ে পড়ছেন ক্রিকেটাররা। তবে পরিস্থিতি ঠিক হলে ইংল্যান্ডের টেস্ট ও সীমিত ওভারের দুই দলকে একই দিনে মাঠে দেখা যেতে পারে! তবে দুটি ম্যাচ হবে আলাদা মাঠে। 

বিষয়টি নিয়ে কোনো সমস্যা দেখছেন না ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান। তিনি বলেছেন, 'এই ব্যতিক্রমী পরিস্থিতিতে প্রতিটি বিকল্পই কার্যকর হতে পারে। অবশ্যই আমার এরকম (এক দিনে দুই ম্যাচ খেলা) কিছুর অভিজ্ঞতা কখনো হয়নি। অন্য কারও হয়েছে বলেও মনে হয় না। যত বেশি সম্ভব ক্রিকেট খেলার সুযোগ যদি পাওয়া যায়, তাহলে আমি মনে করি, প্রতিটি খেলোয়াড় তাতে সমর্থন দেবে। আমি তো অবশ্যই।'

সামনে ঘরের মাঠে উইন্ডিজ আর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার সূচি রয়েছে ইংলিশদের। তবে চলমান পরিস্থিতিতে ক্রিকেট খেলার কথা আপাতত ভাবতেই পারছেন না গত মাসে প্রথমবারের মতো বাবা হওয়া মরগ্যান, 'এই মুহূর্তে সময়গুলো অনিশ্চিত। বাস্তবিক অর্থে খেলার কথা আমরা ভাবতেই পারি না, মহামারীর পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কখন আমাদের প্রথম ম্যাচ হবে বা কয়টি ম্যাচ খেলব...। এটা যতটা অদ্ভূতুড়ে বলে মনে হচ্ছে, ততটাই গুরুতর।'

উল্লেখ্য, ইংলিশদের একদিনে দুই ম্যাচ খেলার ইতিহাস একেবারে বিরল নয়। এর আগে ১৯৩০ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের দুটি দল একই দিনে নিউজিল্যান্ড আর উইন্ডিজের মাটিতে টেস্ট খেলেছিল। ৯০ বছর পর আবারও এমন কিছু কি দেখতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব?

মন্তব্যসাতদিনের সেরা