kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

করোনায় মার্সেইয়ের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০২০ ১৭:০৯ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় মার্সেইয়ের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাস কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। মৃত্যুর মিছিলে এবার যোগ দিলেন ফরাসি ক্লাব মার্সেইয়ের সাবেক প্রেসিডেন্ট পেপে দিউফ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নিজ দেশ সেনেগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন  পেপে দিউফ। তার সুস্থতা কামনায় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছিল মার্সেই। এর ঘণ্টাখানেক পরই আসে মৃত্যুর খবর। এই দুঃখজনক ঘটনা ফরাসি ক্লাবটি শোক জানিয়েছে। 

উল্লেখ্য, ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্সেইয়ের প্রেসিডেন্ট ছিলেন দিউফ। এই সময়ে দুইবার দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছিল মার্সেই। পাশাপাশি তারা দুইবার ফরাসি কাপের ফাইনাল খেলেছিল। ২০১০ সালে ফরাসি লিগের শিরোপা জিতেছিল ক্লাবটি।

মন্তব্যসাতদিনের সেরা