kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

মাশরাফির পর অসহায়দের পাশে তার স্ত্রী ও সন্তানরাও

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মার্চ, ২০২০ ১২:৫৮ | পড়া যাবে ১ মিনিটেমাশরাফির পর অসহায়দের পাশে তার স্ত্রী ও সন্তানরাও

মাশরাফি বিন মর্তুজা এখন খেলোয়াড়ের পাশাপাশি রাজনীতিবিদও। তাইতো বাংলাদেশে চলমান করোনা দুর্যোগে চুপ করে বসে থাকতে পারেননি নড়াইল ২ আসনের এই সংসদ সদস্য। দেশের এই সংকটময় মুহূর্তে নিজের তহবিল থেকে ১২ হাজার অসহায় মানুষকে সাহায্য করেছেন জাতীয় দলের এই পেসার। এমন পরিস্থিতিতে একই পথে হাঁটলেন মাশরাফির পত্নীও।  

জানা গেছে, অসহায় মানুষদের সাহায্যর্থে পুত্র সাহেল মর্তুজা ও কন্যা হুমায়রা মর্তুজাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন মাশরাফিপত্নী সুমনা হক সুমি। এ দিন তিনি ও তার সন্তানরা মিরপুর-পল্লবীর খেটে খাওয়া ২০০ মানুষের মধ্যে আর্থিক সাহায্য করেন। তারা সকলেই রিকশা-ভ্যানচালক, চা বিক্রেতা ছিলেন।

মাশরাফির ভাই মোরসালিন বিন মর্তুজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করে এ বিষয়টি নিশ্চিত করেছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, এই শহরে তোমাদের পাশে আমরাও যে আছি।

মন্তব্যসাতদিনের সেরা