kalerkantho

রবিবার। ২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৭ জুন ২০২০। ১৪ শাওয়াল ১৪৪১

ধোনির অজানা তথ্য ফাঁস করলেন তারই সতীর্থ

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মার্চ, ২০২০ ১০:৫৮ | পড়া যাবে ১ মিনিটেধোনির অজানা তথ্য ফাঁস করলেন তারই সতীর্থ

এক সময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন ওয়াসিম জাফর। সেই জাফর ধোনির একটি অজানা তথ্য ফাঁস করলেন। আর সেই তথ্য হয়তো ধোনির ভক্তরাও জানেন না। কারণ ক্যারিয়ারের প্রথম দিকে জীবন পার করার জন্য অঢাল সম্পদের মালিক হওয়ার ইচ্ছা তার মধ্যে ছিল না। অথচ এখন ৮০০ কোটি রুপির বেশি সম্পদের মালিক বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তিনি ভারতকে দুইবার বিশ্বকাপ জেতান।       

এ ব্যাপারে ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফরকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, ‘ধোনির সঙ্গে তার স্মরণীয় স্মৃতি কি?’ জবাবে সেই অজানা তথ্য ফাঁস করে দেন তিনি।

জাফর বলেন, ‘আমার মনে আছে, ভারতীয় দলে তার (ধোনি) প্রথম অথবা দ্বিতীয় বছর তখন। সে বলেছিল, যদি ক্রিকেট খেলে ৩০ লাখ রুপি রোজগার করতে পারে, তবে বাকি জীবনটা রাঁচিতে (ধোনির হোমটাউন) শান্তিতে পার করে দিতে পারবে।’

মন্তব্যসাতদিনের সেরা