kalerkantho

রবিবার । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩১  মে ২০২০। ৭ শাওয়াল ১৪৪১

না ফেরার দেশে এক মৌসুমেই ৫০ গোল করা স্ট্রাইকার

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মার্চ, ২০২০ ০৯:৪৫ | পড়া যাবে ১ মিনিটেনা ফেরার দেশে এক মৌসুমেই ৫০ গোল করা স্ট্রাইকার

অল্প বয়সেই না ফেরার দেশে চলে গেল অ্যাতলেটিকো মাদ্রিদের অনূর্ধ্ব-১৪ দলের স্ট্রাইকার ক্রিশ্চিয়ান মিনচোলা সানচেজের। ফলে স্প্যানিশ লা লিগায় খেলার স্বপ্নটা পূরণ হলো না তার। অথছ মাদ্রিদ ভিত্তিক এ ক্লাবটির যুব দলে যোগদানের পর ২০১৩/১৪ মৌসুমে ৫০ গোল করেছিলেন মিনচোলা।

মিনচোলার মৃত্যুর খবরটি গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করে অ্যাতলেটিকো। সেইসঙ্গে তার একটি সাদাকালো ছবি পোস্ট করে ক্যাপশনে ক্লাবটি লিখে, ‘অনূধ্ব-১৪ দলের খেলোয়াড় ক্রিশ্চিয়ান মিনচোলার মৃত্যুতে অ্যাতলেটিকো মাদ্রিদ শোকাচ্ছন্ন।’   

তবে কি কারণে ২০০৬ সালে জন্ম নেওয়া এ কিশোরের মৃত্যু হয়েছে তা প্রকাশ করেনি অ্যাতলেটিকো। 

মিনচোলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অ্যাতলেটিকোর মূল দলের মিডফিল্ডার কোকেও। তিনি মিনচোলার ছবি পোস্ট করে লিখেছেন, ‘ক্রোধ ও ব্যথার সঙ্গে বিদায় জানাচ্ছি।’ 

মন্তব্যসাতদিনের সেরা