kalerkantho

শুক্রবার । ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৯  মে ২০২০। ৫ শাওয়াল ১৪৪১

এবার করোনা নিয়ে গান বাঁধলেন কিউই ক্রিকেটার (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০২০ ১৭:৫৩ | পড়া যাবে ১ মিনিটেএবার করোনা নিয়ে গান বাঁধলেন কিউই ক্রিকেটার (ভিডিওসহ)

দুদিন আগেই করোনাভাইরাস নিয়ে গান বেঁধেছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার ডিজে ব্র্যাভো খ্যাত ডোয়াইন ব্র্যাভো। এবার গান গাইলেন নিউজিল্যান্ডের ডান-হাতি স্পিনার ইশ সোধি। করোনাভাইরাসের মহামারী থেকে বাঁচতে কীভাবে নিজেদের গৃহবন্দি রাখবেন- জানিয়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্ইুটারে নিজেদের গানটি পোস্ট করেছেন সোধি। গানে গানে তিনি বলেছেন, 'করোনাভাইরাস, দয়া করে আমার কাছে এসো না। আমার এখনও ক্রিকেট খেলতে হবে। আমি জানি, কোভিড-১৯ কি! আমার টিভির স্ক্রিনে বার বার তোমার নাম শুনতে শুনতে আমি অসুস্থ হয়ে পড়ছি।'

এর আগে 'চ্যাম্পিয়ন' খ্যাত ব্র্যাভো গেয়েছিলেন, 'খুব খারাপ সময় চলছে/ খুবই বিষাদময় অবস্থা/ পুরো বিশ্বেরই এখন সাহায্য দরকার/ পুরো বিশ্বে এখন সবকিছুই বন্ধ/ সব বিমানবন্দর বন্ধ/ কোনো ভক্ত মাঠে আসছে না/ এই মহামারি সব মজা নষ্ট করে দিয়েছে। একবার আসে ইবোলা, এখন আবার করোনা/ খুবই বড় বিপর্যয়ের ব্যাপার/ এখন আমাদের এক হওয়ার সময়/ আমি বলছি, পুরো বিশ্বের সবাই কিন্তু লড়াকু/ আমরা হাল ছাড়ছি না/ আমরা হাল ছাড়ছি না/ আমরা এই করোনার শেষ দেখতে চাই...।'

মন্তব্যসাতদিনের সেরা