kalerkantho

মঙ্গলবার । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২ জুন ২০২০। ৯ শাওয়াল ১৪৪১

করোনার সুযোগ বুমরাহ এখন 'মালি'

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০২০ ১৬:০৯ | পড়া যাবে ১ মিনিটেকরোনার সুযোগ বুমরাহ এখন 'মালি'

ব্যস্ত ক্রীড়াসূচির মাঝে বাড়িতে সময় দেওয়া হয়ে ওঠে না ক্রিকেটারদের। কিন্তু মানুষকে এখন ঘরে বসতে বাধ্য করেছে করোনাভাইরাস। এই প্রাণঘাতী ভাইরাসের কারণে শুধু বিশ্বজুড়ে জনজীবনের পাশাপাশি ক্রীড়াঙ্গনও স্তব্ধ হয় গেছে। খেলার দুনিয়াতেও এখন চলছে লকডাউন। এই আবহে বাড়িতে সময় কাটানোর নিত্যনতুন উপায় খুঁজে বের করতে হচ্ছে ক্রীড়াবিদদের।

ভারতের জাতীয় দলের এক নম্বর পেসার যশপ্রীত বুমরা এই সুযোগে হয়ে উঠেছেন 'মালি'। মানে নিজের বাগানের যত্ন নিচ্ছেন তিনি। টুইটারে সেই ছবি পোস্ট করে বুমরাহ লিখেছেন, 'এই সময়টা কাজে লাগাচ্ছি জীবনের গুরুত্বপূর্ণ কিছু দিকে মন দিয়ে। একইসঙ্গে নতুন কিছু হবিও গড়ে তুলছি।'

ইনজুরি কাটিয়ে ফেরা এই ২৬ বছর বয়সী পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন। কিন্তু করোনার কারণে সেই সিরিজ বাতিল হয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রীর আবেদন মেনে নিয়ে বুমরা তাই এখন ঘরেই সময় কাটাচ্ছেন। কবে বল হাতে ক্রিকেট মাঠে দৌড় শুরু করবেন, তার কোনো ঠিক নেই। আপাতত সব ধরনের ক্রিকেট বন্ধ। বুমরা তাই যত্ন নিচ্ছেন গাছেদের।

মন্তব্যসাতদিনের সেরা