kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

আগামী বছর থেকেই মেয়েদের আইপিএল শুরুর দাবি

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০২০ ১৭:০৬ | পড়া যাবে ২ মিনিটেআগামী বছর থেকেই মেয়েদের আইপিএল শুরুর দাবি

পুরুষদের আইপিএল তো তুমুল জনপ্রিয়। এদিকে সময়ের সঙ্গে এগিয়ে যাচ্ছে মেয়েদের ক্রিকেটও। দর্শকদের আগ্রহও বেড়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে তো রেকর্ড সংখ্যক দর্শক হয়েছিল। যে কারণে উঠছে মেয়েদের আইপিএল শুরুর দাবি। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে ২০২১ সাল থেকেই মেয়েদের আইপিএল চালুর জোর আবেদন  জানিয়েছেন মেয়েদের ওয়ানডে দলের অধিনায়ক মিতালী রাজ।

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছে ভারতের মেয়েরা। এর পরেই দেশের সাবেক ক্রিকেটাররা মেয়েদের আইপিএল চালু করার দাবি তুলেছেন। সেই সুরে এ বার সুর মেলালেন মিতালী। তিনি বলেন, 'আগামী বছর থেকেই মেয়েদের আইপিএল চালু করার পক্ষে আমি। যদি ক্ষুদ্র সংস্করণ হয়, তা হলেও চালু করে দেওয়া উচিত। কিছু নিয়ম বদল করে হোক বা অল্প কয়েকজন বিদেশি ক্রিকেটার নিয়ে শুরু হোক প্রথম সংস্করণ।'

উল্লেখ্য, ভারতে মেয়েদের আইপিএল পুরোপুরি শুরু না হলেও বোর্ডের পক্ষ থেকে প্রদর্শনী আইপিএল শুরু হয়েছে। পুরোদমে মেয়েদের আইপিএল হতে বেশ কয়েক বছর লাগবে বলে জানিয়েছে বোর্ড। মিতালী বলছেন, 'সারা জীবন ধরে অপেক্ষায় বসে থাকলে তো চলবে না। কোনো না কোনো সময়ে শুরু করতেই হবে। এখন যদি বেশি দল না হয়, তা হলেও চলবে। অল্প সংখ্যক দল নিয়েই চালু করে দেওয়া হোক আইপিএল। পরে সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়ানো যাবে।'

মন্তব্যসাতদিনের সেরা