kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

করোনায় অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ালেন ফেদেরার

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০২০ ১১:৪৬ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ালেন ফেদেরার

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আক্রমণে কর্মক্ষেত্র বন্ধ হয়ে গেছে। ফলে নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। এমন সংকটে এগিয়ে আসছেন ক্রীড়া জগতের তারকারা। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর অসহায়দের পাশে দাঁড়ালেন সুইজারল্যান্ডের টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। নিজের দেশের অসহায় পরিবারগুলোর জন্য প্রায় সাড়ে আট কোটি টাকা দান করলেন তিনি। 

জানা গেছে, পুরো বিশ্বের মত সুইজারল্যান্ডেও করোনা পরিস্থিতি ভালো নয়। চার সপ্তাহ আগেই দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় দেশের অরক্ষিত পরিবারগুলোর জন্য এক মিলিয়ন সুইস ফ্রাঙ্ক দান করেছেন ফেদেরার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা (৮৬,৫৬৮,৯৫৮.৯৮ টাকা)।

ইনস্টাগ্রামে এক বার্তায় ফেদেরার লিখেন, ‘এটা সবার জন্যই চ্যালেঞ্জিং এক সময়। কেউই এর বাইরে নন। মিরকা (ফেদেরারের স্ত্রী) এবং আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, সুইজারল্যান্ডের সবচেয়ে অরক্ষিত পরিবারগুলোকে এক মিলিয়ন সুইস ফ্রাঙ্ক দান করার।’

তিনি আরো বলেন, ‘আমাদের এই অংশীদারিত্ব কেবল সূচনা। আমরা আশা করছি, অন্যরাও অসহায় পরিবারগুলোকে সাহায্য করবেন। সবাই মিলে আমরা এই বিপর্যয় সামাল দিতে পারব। সুস্থ থাকুন।’

মন্তব্যসাতদিনের সেরা