ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ দারুণ এক প্রতিভা। তার মাঝে বিশ্বের অন্যতম সেরা হয়ে ওঠার সম্ভাবনাও দেখেন অনেকে। তবে গত কয়েকটি সিরিজে ভীষণ বাজে পারফর্মেন্স করে যাচ্ছেন তিনি। বাদ পড়েছেন দল থেকেও। এই তরুণ প্রতিভাবানকে এবার মানসিক প্রশিক্ষকের কাছে যেতে বললেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হগ।
সম্প্রতি প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে পন্থকে। একের পর এক সিরিজে ব্যর্থ হয়েছেন তিনি। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ঋদ্ধিমান সাহাকে রিজার্ভ বেঞ্চে রেখে পন্থকে খেলানো হয়েছিল। কিন্তু সেই দুটো টেস্ট ম্যাচেও ব্যর্থ হন পন্থ। তবুও তার পাশে থেকেছেন দেশ-বিদেশের সাবেক ক্রিকেটাররা।'
কয়েকদিন আগে আরেক সাবেক তারকা অজি তারকা ব্র্যাড হ্যাডিন ভারতের তরুণ উইকেটকিপারকে পরামর্শ দিয়ে বলেছিলেন, নিজের পরিচয় তৈরি করতে হবে। কাউকে নকল করার দরকার নেই। এবার হগ তার অফিসিয়াল টুইটার পেজে পন্থ সম্পর্কে লিখেছেন, 'ঋষভ পন্থ যখন ব্যাট করতে নামে, তখন আমি টেলিভিশন খুলে বসি। পন্থ একজন এন্টারটেইনার। কখন কী করতে হবে, সেটা জানা নেই পন্থের। ওর এক জন মেন্টাল ট্রেনার দরকার। অনেক ক্রীড়াবিদই মেন্টাল ট্রেনারের পরামর্শ নিয়ে থাকেন।'
মন্তব্য