kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

মেসি নয়, রোনালদো সেরা; আমি সর্বকালের সেরা: পেলে

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০২০ ২০:৪১ | পড়া যাবে ২ মিনিটেমেসি নয়, রোনালদো সেরা; আমি সর্বকালের সেরা: পেলে

গত প্রায় এক যুগ ধরে একটা প্রশ্নের সমাধান খুঁজে বেড়িয়েছে গোটা ফুটবলবিশ্ব- লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঝে সেরা ফুটবলার কে? এই দুজনকে নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ফুটবলবিশ্ব। তার আগে এই বিতর্ক ছিল ব্রাজিল কিংবদন্তি পেলে আর আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে নিয়ে। এবার পেলে নিজেই ঘোষণা দিয়েছেন যে, তিনি সর্বকালের সেরা ফুটবলার। এছাড়া মেসি আর রোনালদোর মধ্যে মেসিই সেরা।

অনেকদিন ধরেই বয়সের ভারে অসুস্থ পেলে। করোনাভাইরাসের বিস্তারে বর্তমানে আছেন কোয়ারেন্টিনে। নিভৃতবাস থেকেই এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেরার প্রশ্নে তিনি মেসির চেয়ে এগিয়ে রাখেন সিআরসেভেনকে। পেলে বলেন, 'বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। আমার মনে হয় সে-ই সেরা। কারণ, সে অনেক বেশি ধারাবাহিক। তবে অবশ্যই আপনি মেসিকে ভুলে যেতে পারেন না। কিন্তু সে স্ট্রাইকার নয়।'

বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি ব্যালন ডি'অর জিতেছেন রেকর্ড ৬ বার আর রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়া রোনালদো পাঁচবার। ৭৯ বছর বয়সী পেলে নিজেকেই সর্বকালের সেরা মনে করেন, 'আমরা জিকো, রোনালদিনহো এবং রোনালদোর কথা ভুলে যেতে পারি না। ইউরোপে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও ইয়োহান ক্রুইফ ছিল। এখন এটি আমার দোষ নয়, কিন্তু আমি মনে করি, পেলে তাদের সবার চেয়ে ভালো ছিল।'

মন্তব্যসাতদিনের সেরা