kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

কী করছেন আইসোলেশনে থাকা ওয়ার্নার? (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০২০ ২১:২৯ | পড়া যাবে ১ মিনিটেকী করছেন আইসোলেশনে থাকা ওয়ার্নার? (ভিডিওসহ)

করোনাভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতে বাড়ির বাইরে বেশি বের হতে নিষেধ করা হচ্ছে । তাই  সেলফ-আইসোলেশনেই দিন কাটাচ্ছেন বেশিরভাগ মানুষ। ব্যতিক্রম নন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার  ডেভিড ওয়ার্নারও। তবে একেবারেই আলসেমি করে ঘরে বসে নেই তিনি। অবসর সময়গুলো ক্যাচিং প্র্যাকটিসে জোর দিয়েছেন এই হার্ডহিটিং ব্যাটসম্যান।

করোনার কারণে দেশের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ বাতিল হয়েছে। অন্যদিকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে আইপিএল। এবার আদৌ আইপিএল হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই অবস্থায় ওয়ার্নারের আইপিএল খেলাও অনিশ্চিত। যে কারণে নিজ দেশে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ওয়ার্নার।

আইসোলেশনে থাকা ওয়ার্নার নিজের কর্মকাণ্ডের ভিডিও সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, টেনিস বল র‌্যাকেট দিয়ে মারছেন আর এক হাতে ক্যাচ ধরছেন তিনি। আসলে এক হাতে ক্যাচিং স্কিল প্র্যাকটিস করে নিচ্ছেন ওয়ার্নার। পাশে অবশ্য দেখা যাচ্ছে ওয়ার্নারের মেয়েকে। যে নিজের মতো খেলা করছে। এভাবেই কাটছে রুদ্ধশ্বাস মুহূর্তগুলো।

মন্তব্যসাতদিনের সেরা