kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

করোনার কারণে বন্ধ হচ্ছে না সিপিএল

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০২০ ২০:৫৬ | পড়া যাবে ২ মিনিটেকরোনার কারণে বন্ধ হচ্ছে না সিপিএল

বিশ্বব্যপী করোনা ভাইরাসের আক্রমণ সত্ত্বেও এখই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়ন্টি ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত বা বাতিলের কোনো ইচ্ছে নেই কর্তৃপক্ষের। সিপিএলের কর্মকর্তারা জানান, করোনাভাইরাসের কারণে ২০২০ আসরের সিপিএল স্থগিত ও বাতিল করার কোন পরিকল্পনা নিয়ে আপাতত তারা ভাবছেন না। 

২০১৩ সালে সিপিএলের পথ চলা শুরু হয়। এ বছরের ১৯ আগস্ট থেকে সিপিএলের ষষ্ঠ আসর শুরুর কথা ছিল। বর্তমান পরিস্থিতির মাঝে টুর্নামেন্টটির ভবিষ্যত নিয়ে এক বিবৃতিতে সিপিএল কর্তৃপক্ষ জানায়, 'সাম্প্রতিক সময়ে মেডিকেল পরামর্শকদের সিপিএল কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ করে চলছে। একই সাথে বিশ্বের সামগ্রিক অবস্থা সম্পর্কে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও কথা বলছে এই মুহূর্তে আসন্ন আসর স্থগিত বা বাতিল সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'সিপিএল মনে করে, এ ধরনের সিদ্ধান্ত নেয়া এখনই খুব বেশি আগাম হয়ে যাবে। তবে এটি একটি কঠিন পরিস্থিতি এবং ক্যারিবিয় অঞ্চল এবং বিশ্বজুড়ে বিভিন্ন ইভেন্টগুলোর কি অবস্থা দাঁড়ায় আমরা সে দিকে সতর্ক দৃষ্টি রাখছি।'

করোনাভাইরাসের কারণে সম্প্রতি বেশকয়েকটি সিরিজ, টুর্নামেন্ট ও ইভেন্ট স্থগিত হয়েছে। এর মধ্যে আছে ভারতের জনপ্রিয় লিগ আইপিএল, শ্রীলঙ্কার মাটিতে ইংল্যান্ডের টেস্ট সিরিজ, পাকিস্তানের মাটিতে বাংলাদেশের টেস্ট এবং ওয়ানডে, ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজসহ আরও অনেক খেলা। এছাড়া আগামী ২৮ মে পর্যন্ত ইংল্যান্ডে সকল খেলা স্থগিত করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা