kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

ইংল্যান্ড থেকে ফিরেই আইসোলেশনে গিলেস্পি

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০২০ ২০:৩২ | পড়া যাবে ১ মিনিটেইংল্যান্ড থেকে ফিরেই আইসোলেশনে গিলেস্পি

ইংল্যান্ড থেকে ফিরেই স্বেচ্ছায় আইসোলেশনে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। করোনাভাইরাস থেকে সর্তক হতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেই এ কথা জানান এই সাবেক তারকা।

টুইটারে গিলেস্পি টুইট করেন, 'সাসেক্সের নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে আমি অস্ট্রেলিয়ায় ফিরে এসেছি। তাই ২ সপ্তাহের জন্য আইসোলেশনে যাচ্ছি আমি। আমি সবাইকে অনুরোধ করব, এই পরিস্থিতিতে সবাই যেন ঘরে থাকে। এটাই আমাদের জন্য একমাত্র উপায় বলে আমি মনে করি।'

তিনি আরও বলেন, 'আমাদের ক্লাব সাসেক্সে খেলোয়াড় ও স্টাফদের প্রতি নজর রাখছে। কেপ টাউনে প্রাক মৌসুমের সফরটি আমরা বাতিল করেছি। খেলোয়াড় ও কর্মীরা যারা বাসা বা বাইরে ছিল তাদের বেশি অগ্রাধিকার দিচ্ছে ক্লাব।'

করোনাভাইরাসের কারণে ২৮ মে পর্যন্ত ইংল্যান্ডে সবধরনের ক্রিকেট বন্ধ করা হয়েছে। তাই নিজ দেশে ফিরে আসেন সাসেক্সের প্রধান কোচ গিলেস্পি। তার মতো চলতি সপ্তাহে স্বেচ্ছায় আইসোলেশনে গিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

মন্তব্যসাতদিনের সেরা