kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

করোনা সতর্কতায় নিজের নামই পাল্টে ফেললেন অশ্বিন!

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০২০ ১৯:৫২ | পড়া যাবে ১ মিনিটেকরোনা সতর্কতায় নিজের নামই পাল্টে ফেললেন অশ্বিন!

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর থেকে বাঁচার একমাত্র উপায় ঘরে বন্দি হয়ে থাকা। সরকার থেকে শুরু করে বড় বড় তারকারা সাধারণ মানুষকে এই বিষয়টা বোঝানোর জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। কেউ বুঝতে পারছে আবার কেউ পারছে না। এবার জনগনকে বোঝাতে গিয়ে নিজের নামই বদলে ফেললেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের নাম বদলে অশ্বিন দিয়েছেন, 'লেটস স্টে ইনডোরস ইন্ডিয়া' (চল, ভারতের সবাই ঘরে থাকি)।

টুইট বার্তায় অশ্বিন আরও লিখেছেন, 'সকল তথ্য দেখে একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে, আগামী দুই সপ্তাহ হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ । আগামী দুই সপ্তাহ ভারতের প্রতিটি শহর যেন জনমানবহীন হয়। কারণ এটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে পরিস্থিতি ভয়াবহ হবে।'

করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশেই লক ডাউন বা কারফিউ জারি করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা