kalerkantho

শনিবার । ২১ চৈত্র ১৪২৬। ৪ এপ্রিল ২০২০। ৯ শাবান ১৪৪১

অসাধারণ রেকর্ড গড়লেন রস টেইলর

কালের কণ্ঠ অনলাইন   

২১ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৩৫ | পড়া যাবে ১ মিনিটেঅসাধারণ রেকর্ড গড়লেন রস টেইলর

ভারতের বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নেমেই ক্রিকেট ইতিহাসের অনন্য রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটসম্যান রস টেইলর।

প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই তিনি ১০০ ম্যাচ খেলার মাইলফলক অর্জন করেছেন।

আজ শুক্রবার সকালে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ১০০তম টেস্ট খেলতে নামেন টেইলর। সেই সঙ্গেই তাঁর এ অনন্য রেকর্ডের খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় টেইলরের। এরপর ৩৫ বছর বয়সে এসে ২৩১টি ওয়ানডে ও ১০০ টি-টোয়েন্টি ও ১০০টি টেস্ট ম্যাচের মাইলফলক অর্জন করলেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা