kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন বাভুমা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ফেব্রুয়ারি, ২০২০ ২০:৩১ | পড়া যাবে ১ মিনিটেপ্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন বাভুমা

আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগেই ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সিরিজের প্রথম ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান টেম্বা বাভুমা।

গত রবিবার শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফর্মে থাকা ওপেনার বাভুমা ১৫৩.৭৫ স্ট্রাইক রেটে ১২৩ রান করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে ফিল্ডিং-এর সময় ইনজুরিতে পড়েন বাভুমা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে পড়লেও, দলের সাথে আছেন বাভুমা। আশা করা হচ্ছে, সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে তাকে দলে পাওয়া যাবে।

মন্তব্যসাতদিনের সেরা