kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

কোহলির এ কোন অবতার?

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:২৬ | পড়া যাবে ১ মিনিটেকোহলির এ কোন অবতার?

ছবি : টুইটার

খেলার মাঠে জিভ বের করে, চোখ টিপ মেরে কিংবা চোখ বড় করে নানা রূপে দেখা দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক রূপে। চোখ উল্টে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি। পাশে দাঁড়ানো পৃথ্বী শও একই কাজ করেছেন। যিনি সেলফি নিচ্ছেন, সেই মোহাম্মদ শামি আবার জিভ বের করে অদ্ভুত ভাবে তাকিয়ে। 

আজ রবিবার সকালে বিরাট কোহলির পোস্ট করা এই ছবি হয়ে ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যাচ্ছে, তিন ভারতীয় ক্রিকেটারই মজার ভঙ্গিতে রয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারার লজ্জা কাটিয়ে ভারতীয় দল যে আসন্ন টেস্ট সিরিজের আগে ফুরফুরে মেজাজে আছে তারই যেন প্রমাণ এই ছবি।

সদ্য নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। যাতে প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে ৩৯ করেছেন পৃথ্বী শ। পেসার মোহাম্মদ শামি নিয়েছেন ৩ উইকেট। কোহলি অবশ্য এই ম্যাচে খেলেননি। তবে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স নিশ্চিতভাবেই স্বস্তি দিয়েছে তাকে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ওয়েলিংটনে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। এরপর ২৯ ফেব্রুয়ারি থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট।

মন্তব্যসাতদিনের সেরা