kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

স্বস্তিতে নিঃশ্বাস নিতে সিরিজ জয় গুরুত্বপূর্ণ ছিল : মিসবাহ

কালের কণ্ঠ অনলাইন   

২৮ জানুয়ারি, ২০২০ ১৪:১৯ | পড়া যাবে ১ মিনিটেস্বস্তিতে নিঃশ্বাস নিতে সিরিজ জয় গুরুত্বপূর্ণ ছিল : মিসবাহ

বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। তবে দুটি ম্যাচে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাবর আজমরা। এ কারণে শেষ ম্যাচটি পণ্ড হলেও দীর্ঘ সময় পরে টি-টোয়েন্টি সিরিজ জেতায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। এমনটা গণমাধ্যমকে জানালেন দলের হেড কোচ মিসবাহ উল হক। 

ম্যাচের পর মিসবাহ বলেন, ‘অবশ্যই আপনি সবসময় জয়ের জন্যই খেলেন। স্বস্তিতে নিঃশ্বাস নেয়ার জন্য এই সিরিজ জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের দেখতে হবে যে কোথায় ঘাটতি আছে এবং কোথায় আরও উন্নতি করতে হবে। না হলে খারাপ সময়ে আপনি অনেক কিছুর পেছনেই দৌঁড়ালেও সেগুলো ঠিকভাবে করতে পারবেন না। তাই এটা দলের, তরুণদের এবং আমার জন্যও ভালো। এখন সবাই আত্মবিশ্বাসের সাথে একটু বিশ্রাম নিতে পারবে।’

তিনি আরো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো জয়। টানা সিরিজ হারতে থাকলে আত্মবিশ্বাস ছুটে যায়। অবশ্যই এই জন্য আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে। তরুণ বোলাররা এমনভাবে বোলিং করেছে যে বাংলাদেশ হুমকি সৃষ্টি করার কোনো সুযোগই পায়নি।’ 

মন্তব্যসাতদিনের সেরা