kalerkantho

মঙ্গলবার । ৫ ফাল্গুন ১৪২৬ । ১৮ ফেব্রুয়ারি ২০২০। ২৩ জমাদিউস সানি ১৪৪১

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারাল দক্ষিণ আফ্রিকা

কালের কণ্ঠ অনলাইন   

২৮ জানুয়ারি, ২০২০ ১১:২৮ | পড়া যাবে ১ মিনিটেটেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারাল দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরপর থেকে টানা তিন টেস্ট ব্যর্থতায় সিরিজ হারতে হয়েছে তাদের। তবে এক ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রোটিয়ারা যে পয়েন্ট পেয়েছিল সেখান থেকে শাস্তিস্বরূপ কাটা হয় পয়েন্ট। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে শাস্তির মুখোমুখি হলো তারা।

জানা গেছে, সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি জেতায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০ পয়েন্ট পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু জোহানেসবার্গ টেস্টে স্লো ওভার রেটের কারণে শাস্তিস্বরূপ প্রোটিয়াদের কেটে রাখা হয়েছে ৬ পয়েন্ট। সেইসঙ্গে দলের সবাইকে ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে। 

একনজরে দেখে নিন টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ (২৮ জানুয়ারি) পয়েন্ট টেবিলঃ

মন্তব্যসাতদিনের সেরা