kalerkantho

সোমবার । ১৭ ফেব্রুয়ারি ২০২০। ৪ ফাল্গুন ১৪২৬। ২২ জমাদিউস সানি ১৪৪১

ক্ষুব্ধ কোহলি বললেন, 'এরপর বিমান থেকে নেমেই মাঠে যেতে হবে!'

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জানুয়ারি, ২০২০ ১৫:৪২ | পড়া যাবে ২ মিনিটেক্ষুব্ধ কোহলি বললেন, 'এরপর বিমান থেকে নেমেই মাঠে যেতে হবে!'

ছবি : এএফপি

ব্যস্ততারও তো একটা লিমিট থাকা উচিত। তাই নয় কি? গত রবিবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। তার ৫ দিনের মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অকল্যান্ডে মুখোমুখি হয়েছে দুই দল। ক্রিকেটসূচি এমন ভাবে তৈরি করা হচ্ছে যে ভারতীয় অধিনায়কের আতঙ্ক, এবার থেকে না বিমান থেকে নেমেই ম্যাচ খেলতে হয়‍! ক্রিকেটারদের দেহে এত ধকল সহ্য হবে কি?

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগের দিন সাংবাদিক সম্মেলনে কোনো রাখঢাক না করেই ভারতের ব্যস্ত ক্রিকেট সূচি নিয়ে মন্তব্য করেন ভারতীয় অধিনায়ক। বিরাট কোহলি বলেন, 'পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সামনে বিমান থেকে সরাসরি মাঠে গিয়ে ম্যাচ খেলা শুরু করতে হবে! এতটাই সঙ্কুচিত হয়ে গেছে ক্রিকেট! যে দেশ আমাদের চেয়ে ৭ ঘণ্টা এগিয়ে। সেই পরিবেশ ও সময়ের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সময় তো লাগেই।'

ভবিষ্যতে এ ধরনের সমস্যা যেন এড়িয়ে যাওয়া না হয়, সে বিষয়টিও তুলে ধরেন কোহলি, 'আশা করি, ভবিষ্যতে এ বিষয়গুলো বিবেচনা করা হবে। আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক ম্যাচ থাকে সেটা ঠিক। তার জন্য প্রস্তুতিও নিতে হয় সেরকম ভাবেই।নিউজিল্যান্ড সফরে আসার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে খেলে এসেছি। যদিও সময় কম থাকলেও মানিয়ে নিতে আমাদের বেশি সময় লাগবে না।'

কোহলি জানান যে, অন্যান্য দেশের চেয়ে নিউজিল্যান্ড সফর করতে বেশি পছন্দ করেন, 'প্রত্যেক সফরেই বোঝা যায়, সে দেশের মানুষ কীভাবে ক্রিকেটকে দেখে। নিউজিল্যান্ড এসে বোঝা যায়, এখানে ক্রিকেটকে অন্য একটি কাজের মতোই দেখা হয়। জীবনের চেয়ে ক্রিকেট এখানে বড় নয়। তাদের সংস্কৃতির একটি অঙ্গ ক্রিকেট। তবে নিউজিল্যান্ড যদিও মাঠে গাছাড়া ভাব দেখায় না। মাঠে নেমে ওরাও কিন্তু নিজেদের উজাড় করে দেয়।'

মন্তব্যসাতদিনের সেরা