kalerkantho

বুধবার । ৬ ফাল্গুন ১৪২৬ । ১৯ ফেব্রুয়ারি ২০২০। ২৪ জমাদিউস সানি ১৪৪১

এবার নেইমারকে নিয়ে তৈরি হচ্ছে টিভি সিরিজ

কালের কণ্ঠ অনলাইন   

২২ জানুয়ারি, ২০২০ ১৪:০২ | পড়া যাবে ১ মিনিটেএবার নেইমারকে নিয়ে তৈরি হচ্ছে টিভি সিরিজ

২০১৭ সালে মুক্তি পাওয়া ভিন ডিজেলের ‘ট্রিপল এক্স : রিঅ্যাক্টিভেটেড’ সিনেমায় অভিনয় করেছিলেন নেইমার। স্প্যানিশ নেটফ্লিক্স সিরিজ ‘মানি হেইস্ট’ বা লা কাসা দে পাপেলেও এই ব্রাজিলিয়ানকে দেখা গেছে ক্যামেরার সামনে দাঁড়াতে। তৃতীয় সিজনের ৬ ও ৮ নম্বর পর্বে অভিনয় করেছিলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারটি। এবার নেইমারকে ঘিরেই টিভি সিরিজ তৈরি করছে নেটফ্লিক্স। 

জানা গেছে, ফুটবল নিয়ে ডকুমেন্টারি সিরিজ বানাতে নেইমারের মতো বৈচিত্র্যময় জীবনই বেছে নিয়েছে নেটফ্লিক্স। এ জন্য পিএসজির অনুশীলনে অবাধে ঘুরছে নেটফ্লিক্সের ক্যামেরা। 

এমন টিভি সিরিজ তৈরির খবর আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি নেটফ্লিক্স বা পিএসজির কেউ। তবে ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়েন নিশ্চিত করেছে এটা। কবে নাগাদ এই টিভি সিরিজ প্রচারিত হবে এ নিয়ে অবশ্য কিছু জানায়নি তারা। সূত্র : এএফপি

মন্তব্যসাতদিনের সেরা