kalerkantho

বৃহস্পতিবার । ১৪ ফাল্গুন ১৪২৬ । ২৭ ফেব্রুয়ারি ২০২০। ২ রজব জমাদিউস সানি ১৪৪১

নিউজিল্যান্ড সফরে ধাওয়ানকে পাচ্ছে না ভারত

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০২০ ১৪:৪১ | পড়া যাবে ২ মিনিটেনিউজিল্যান্ড সফরে ধাওয়ানকে পাচ্ছে না ভারত

আগামী ২৪ জানুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে টি-টোয়েন্টি দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। এই সফরে ৫টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে আর ২টি টেস্ট খেলবে বিরাট কোহলিরা। তবে তাদের জন্য দুসংবাদ হচ্ছে লম্বা এই সফরে দলের নির্ভরযোগ্য ওপেনার শিখর ধাওয়ানকে পাচ্ছে না তারা।

জানা গেছে, গত রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান ধাওয়ান। এরপর আর ফিল্ডিং করতে পারেননি তিনি। মাঠ থেকেই সরাসরি কাঁধের স্ক্যান করাতে হাসপাতালে ছুটতে হয় তাকে। পরে ব্যাটিংয়েও নামতে পারেননি। তাই রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামেন লোকেশ রাহুল।

বিশ্বস্ত সূত্রের খবর, টি-টোয়েন্টি বা ওয়ানডে কোনো সিরিজেই তাঁর খেলার সম্ভাবনা নেই। কবে যে তাঁর হাতে আবার ব্যাট উঠবে, এখনই জোর দিয়ে বলতে পারছেন না কেউ।

তবে ধাওয়ানের বিকল্প হিসেবে কাকে দলে নেওয়া হবে তা এখনও জানায়নি বিসিসিআই। কিন্তু এই মুহূর্তে
ধাওয়ানের পরিবর্তে দলে ঢোকার প্রধান দাবিদার হয়ে উঠেছেন পৃথ্বী।

জানা গেছে, বর্তমানে ভারতীয় ‘এ’ দলের হয়ে নিউজ়িল্যান্ড সফর করছে পৃথ্বী। সেখানে তাঁর আগ্রাসী ব্যাটিং তাঁকে প্রবল ভাবে দৌড়ে এনে দিয়েছে। গত রবিবারও নিউজ়িল্যান্ড একাদশের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে ১০০ বলে ১৫০ করেন তিনি। 

 

মন্তব্যসাতদিনের সেরা