kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

ক্যারিয়ারের অন্যতম সেরা ক্যাচ নিলেন স্মিথ! (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ডিসেম্বর, ২০১৯ ১৫:০৬ | পড়া যাবে ১ মিনিটেক্যারিয়ারের অন্যতম সেরা ক্যাচ নিলেন স্মিথ! (ভিডিওসহ)

বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। অস্ট্রেলিয়া ব্যাটিং লাইন আপের বড় ভরসা। ব্যাট হাতে যেমন এগিয়ে নিয়ে যান দলের রান, তেমনই ফিল্ডিং‌ করতে নেমে রান বাঁঁচাতেও পারদর্শী স্টিভেন স্মিথ। স্লিপে তিনি ফিল্ডিং করতে নেমে একাধিক ভাল ক্যাচ নিয়েছেন তিনি। কিন্তু শুক্রবারে এক হাতে নেওয়া একটি ক্যাচকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা বলছেন ক্রিকেটপ্রেমীরা। 

পার্থে চলছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। সেই টেস্টেই ওই ক্যাচ নিয়েছেন স্মিথ। শুক্রবার দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করছিলেন স্মিথ। সে সময় ব্যাট করছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। মিচেল স্টার্কের করা বল উইলিয়ামসনের ব্যাটের কোনায় লেগে বেরিয়ে যাচ্ছিল তৃতীয় স্লিপের পাশ দিয়ে। দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে সেই ক্যাচ এক হাতে তালু বন্দি করেন স্মিথ। স্মিথের এই ক্যাচ দেখে বিস্মিত হয়ে গেছেন সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

প্রথম টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল ৪১৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৬৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। দেখুন স্মিথের সেই অভাবনীয় ক্যাচের ভিডিও:

মন্তব্যসাতদিনের সেরা