kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

ইনজুরিতে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেই ভুবেনেশ্বর

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ডিসেম্বর, ২০১৯ ১৩:৫৯ | পড়া যাবে ১ মিনিটেইনজুরিতে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেই ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল থেকে বাদ পড়লেন ভুবেনেশ্বর কুমার। 

জানা গেছে, কুঁচকির ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারছেন না ভুবেনেশ্বর। তার পরিবর্তে দলে নেওয়া হচ্ছে শার্দুল ঠাকুরকে।

আরো জানা গেছে, ঠাকুর গত সেপ্টেম্বরে এশিয়া কাপে নিজের শেষ ওয়ানডে খেলেছিলেন। তবে সম্প্রতি ঘরোয়া সৈয়দ মুসতাক আলী টি-টোয়েন্টি ট্রফিতে মুম্বাইয়ে হয়ে খেলেন তিনি। আর এই টুর্নামেন্টে আট ম্যাচে ৯ উইকেট নিয়ে ফের নির্বাচকদের নজর কাড়েন।

আগামী ১৫ ডিসেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এদিকে চোট থেকে ফিরে অনেকটাই সেরে উঠেছেন জাসপ্রিত বুমরাহ। ভারতের নিয়ম অনুযায়ী তারকা এই পেসারকে ওয়ানডে সিরিজের নেটে আনা হবে। তবে তিনি দলে ফিরবেন আরও পরে।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা বলেন, ‘ভারতীয় দলের নতুন প্রথা অনুযায়ী, যদি কেউ সুস্থ হতে শুরু করে, তখন তাঁকে ভারতের নেটে ডাকা হয়। ফিজিও নীতিন পটেল ও ট্রেনার নিক ওয়েবের পর্যবেক্ষণে তারা অনুশীলন করে। বুমরাও সেটাই করবে। নেটে ভালো বল করলে হারানো আত্মবিশ্বাসও ফিরে পাবে ও।’

মন্তব্যসাতদিনের সেরা