kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

মেসির অনুপস্থিতিতে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে গেলেন ফাতি

কালের কণ্ঠ অনলাইন   

১২ ডিসেম্বর, ২০১৯ ১৫:০৯ | পড়া যাবে ২ মিনিটেমেসির অনুপস্থিতিতে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে গেলেন ফাতি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সব চেয়ে কম বয়সে গোল করার ইতিহাস গড়লেন বার্সেলোনার ১৭ বছরের কিশোর আনসু ফাতি। তার একটা গোলই শেষ করে দিয়েছে ইন্টার মিলানের শেষ ষোলোয় খেলার স্বপ্ন। বদলি হিসেবে নেমে ৮৫ মিনিটে লুইস সুয়ারেসের পাস থেকে দুর্দান্ত শটে গোল করে ফাতি। তার আগ পর্যন্ত ১-১ গোলে ম্যাচে সমতা ছিল। বার্সেলোনা আগেই নক-আউটের টিকিট নিশ্চিত করেছিল। তাই এই ম্যাচে লিওনেল মেসিকে বিশ্রাম দেন বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে। 

রেকর্ড গড়ার পর ফাতি বলেছেন, 'যেটুকু সময় মাঠে ছিলাম তাতে লুইসের (সুয়ারেস) সঙ্গে বোঝাপড়ায় ম্যাচটা খেললাম। আমি গোল করার পরেই স্টেডিয়াম স্তব্ধ হয়ে গেল। কতটা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারব না। পুরো ব্যাপারটা আমার কাছে স্বপ্নের মতো। আমার জীবনে সব কিছু যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমার লক্ষ্য একটাই। যখন যেটুকু সুযোগ পাব তা কাজে লাগানো। কিন্তু আজ গোল করে দলকে জেতাতে পেরেছি নিজেরই বিশ্বাস হচ্ছে না।'

শিষ্যের সাফল্যে উচ্ছসিত বার্সা ম্যানেজার ভালভার্দে বলেন, 'আনসু জন্মগত গোলস্কোরার। ওর পায়ে সামান্য একটু ব্যথা ছিল। তবু ওকে কিছুক্ষণের জন্য হলেও খেলাতে চেয়েছিলাম। ওর জন্যই ইটালি থেকে জিতে ফিরছি। ফাতি বিস্ময়-প্রতিভা।'

মন্তব্যসাতদিনের সেরা