kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

এবার ওয়ানডে অভিষেকের পথে মায়াঙ্ক আগরওয়াল

কালের কণ্ঠ অনলাইন   

১১ ডিসেম্বর, ২০১৯ ১৬:৪০ | পড়া যাবে ১ মিনিটেএবার ওয়ানডে অভিষেকের পথে মায়াঙ্ক আগরওয়াল

সাদা পোশাকে সেঞ্চুরির পর সেঞ্চুরি করে যাচ্ছেন ভারতের নবীন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শিখর ধাওয়ানের জায়গায় ভারতীয় দলে সুযোগ হয়েছে তার। একাদশে থাকলে এবার ওয়ানডে অভিষেকটাও হয়ে যাবে তার।

ভারতের ঘরোয়া মুশতাক আলী ট্রফিতে মহারাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ধাওয়ানের বাম হাঁটু কেটে যায়। যে কারণে ক্যারিবিয়দের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজ থেকেও নাম প্রত্যাহার করে নেন ধাওয়ান। চেন্নাইয়ের এমএ চিদাম্বারম স্টেডিয়ামে আগামী ১৫ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে স্বাগতিক ভারত ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮ ও ২২ ডিসেম্বর।

ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) দেয়া এক বিবৃতিতে বলা হয়, 'বিসিসিআই মেডিকেল টিম মনে করছে, ধাওয়ানের হাঁটুর সেলাই কাটা হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তাই পূর্ণ ম্যাচ ফিটনেস ফিরে পেতে তার আরো কিছু সময় দরকার। যে কারণে ধাওয়ানের পরিবর্তে আগারওয়ালকে দলে নেওয়া হয়েছে।'

মন্তব্যসাতদিনের সেরা