kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

হার্দুস ভিলজয়েনকে নিয়ে ডুপ্লেসিসের অদ্ভুত তথ্য

কালের কণ্ঠ অনলাইন   

১০ ডিসেম্বর, ২০১৯ ১৪:৩৬ | পড়া যাবে ১ মিনিটেহার্দুস ভিলজয়েনকে নিয়ে ডুপ্লেসিসের অদ্ভুত তথ্য

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসিসের ব্যাখা শুনলে হয়তো পাঠকদের চোখ কপালে। কিন্তু হার্দুস ভিলজয়েনকে নিয়ে তিনি যে তথ্য দিলেন তা আসলেই সত্যিই ছিল। আর তার এই জবাব শুনে হাসলেন টস সেশনে থাকা সঞ্চালকও।

ডুপ্লেসিস বলেন, ‘হার্দুস ভিলজয়েন এই ম্যাচে খেলছে না। এখন আমার বোনের সঙ্গে ও বিছানায় রয়েছে।’ 

পরে অবশ্য উক্ত বক্তব্যের খোলাসা করে দেন ডুপ্লেসিস। তিনি বলেন, ‘গতকালই ওদের বিয়ে হয়েছে কি না!’  

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট লিগ এমজানসি ক্রিকেট লিগে পার্ল রকসকে নেতৃত্ব দিচ্ছেন ডু প্লেসিস। গত রবিবার সেই টুর্নামেন্টে টস করার সময় ডু প্লেসিসের কাছে জানতে চাওয়া হয়, ম্যাচের একাদশে কোনো পরিবর্তন এসেছে কি না। তখনই এই প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডুপ্লেসিস।

জানা গেছে, শনিবার বিয়ের বন্ধনে আবদ্ধ হন হার্দুস ভিলজয়েন ও রেমি রিনার্স। রেমি রিনার্স প্রোটিয়া টেস্ট অধিনায়ক ডু প্লেসিসের বোন।

মন্তব্যসাতদিনের সেরা