kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

একই মাঠে ছয় দলের অনুশীলন দেখে অবাক ওডনেল

কালের কণ্ঠ অনলাইন   

১০ ডিসেম্বর, ২০১৯ ১৩:২৬ | পড়া যাবে ১ মিনিটেএকই মাঠে ছয় দলের অনুশীলন দেখে অবাক ওডনেল

একই মাঠে আসন্ন বিপিএলে অংশগ্রহণ করা ছয় দলের ক্রিকেটারদের অনুশীলন দেখে অবাক হলেন রংপুর রেঞ্জার্সের কোচ মার্ক ওডনেল। এমনটি দেখে অকপটে স্বীকারও করলে তিনি। বললেন, এমন দৃশ্য আগে কখনো দেখেননি তিনি।

সাংবাদিকদের সাথে আলাপকালে এ প্রসঙ্গে ওডনেল বলেন, ‘ছয় দল অনুশীলন করছে এখানে। কিছু দর্শকও আছে। এমন অবস্থায় লোকজন আঘাতপ্রাপ্ত হতে পারে ভেবে আমরা চিন্তিত। এমন মাঠ আমি আগে কখনো দেখিনি। যেখানে এমন সংক্ষিপ্ত সময়ের মধ্যে একসঙ্গে ছয় দল অনুশীলন করে!’

তিনি আরো বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। আমরা ভালো একটি অনুশীলন সেশন করতে পারলাম। খুব ব্যস্ত সূচি। ছয় দল অনুশীলন করছে। আমরা দুই ঘণ্টা সময় পেয়েছি এবং সেটা ভালোভাবে কাজে লাগিয়েছি।’

উল্লেখ্য, গতকাল সোমবার মিরপুরে হোম অব ক্রিকেটে একাডেমি মাঠে অনুশীলন করে সবগুলো দল। মাঠের এক পাশে অনুশীলন করে খুলনা। আরেক পাশে করে চট্টগ্রাম। এছাড়া মাঝে মাঠে অনুশীলন করে রাজশাহী। এরপর সেই মাঠে অনুশীলন করতে নামে রংপুর। 

মন্তব্যসাতদিনের সেরা