kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

নিজের বোনকে নিয়ে এ কী বললেন ডু প্লেসিস!

কালের কণ্ঠ অনলাইন   

৯ ডিসেম্বর, ২০১৯ ১৪:৪৫ | পড়া যাবে ১ মিনিটেনিজের বোনকে নিয়ে এ কী বললেন ডু প্লেসিস!

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এমএসএলে টস করার সময় পার্ল রকস দলের অধিনায়ক ফাফ ডু'প্লেসির কাছে জানতে চাওয়া হয়েছিল, দলে কোনও পরিবর্তন হয়েছে কিনা। যার উত্তরে হতবাক হয়ে হাসিতে ফেটে পড়েন প্রশ্নকর্তা। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফাফ ডু'প্লেসির বোন রেমি রিনার্সের সঙ্গে শনিবার বিয়ে হয়েছে জোরেবোলার হার্ডাস ভিলোজেনের।

ডু'প্লেসির সঙ্গে আরও একটি সম্পর্ক আছে হাডার্সের। তিনি পার্ল রকস দলে ডু'প্লেসির সতীর্থ । রবিবার তাই তিনি নেলসন ম্যান্ডেলা বে জায়ান্টস দলের বিপক্ষে এমএসএলের এই ম্যাচে খেলেননি। টস হওয়ার পর দলে কোনো পরিবর্তন হয়েছে কি না, এই প্রশ্নে ডু'প্লেসি বলেন, 'হার্ডাস ভিলোজেন এই ম্যাচে খেলছে না। এখন আমার বোনের সঙ্গে ও বিছানায় রয়েছে। গতকালই ওদের বিয়ে হয়েছে কিনা!'

ডু'প্লেসির উত্তরে হাসি চেপে রাখতে পারেননি প্রেজেন্টার। হাসিতে ফেটে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়াতেও ডু'প্লেসির এই উত্তর ভাইরাল হয়ে উঠেছে। তবে সবাই ডু'প্লেসির এই মন্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না। নিজের বোনকে নিয়ে এমন মন্তব্য করে তাই সমালোচিতও হতে হচ্ছে প্রোটিয়া অধিনায়ককে।

মন্তব্যসাতদিনের সেরা