kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

এবার ক্যারিবিয়ান ওয়ালটনকে দলে ভেড়াল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

কালের কণ্ঠ অনলাইন   

৮ ডিসেম্বর, ২০১৯ ১৩:৫১ | পড়া যাবে ১ মিনিটেএবার ক্যারিবিয়ান ওয়ালটনকে দলে ভেড়াল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর। এরই মধ্যে প্লেয়ার্স ড্রাফট থেকে চাহিদা অনুযায়ী খেলোয়াড়কে দলে ভেড়ানোর কাজ শেষ। এখন শেষ মুহূর্তে চলছে সরাসরি চুক্তির মাধ্যমে খেলোয়াড়কে দলভুক্তির প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ায় এবার এক ক্যারিবিয়ান ক্রিকেটারকে দলে ভেড়াল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

জানা গেছে, ওই ক্যারিবিয়ান ক্রিকেটারের নাম চ্যাডউইক ওয়ালটন। তিনি মূলত একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান।

আরো জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে ২টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন ওয়ালটন। তিনি অবশ্য এখন জাতীয় দলে নিয়মিত নন। তবে ক্লান্তিহীনভাবে বিশ্বের বিভিন্ন লিগের মাঠ দাপিয়ে বেড়ান এই ২৪ বছর বয়সী ক্রিকেটার।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড
দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, পিনাক ঘোষ, মুক্তার আলী, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের হোসেন লিখন।

বিদেশি: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), মুসা খান (পাকিস্তান), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)।

মন্তব্যসাতদিনের সেরা