kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

এবারও ভারোত্তলনে বাংলাদেশকে সোনা জেতালেন সীমান্ত

কালের কণ্ঠ অনলাইন   

৭ ডিসেম্বর, ২০১৯ ১৩:০৪ | পড়া যাবে ১ মিনিটেএবারও ভারোত্তলনে বাংলাদেশকে সোনা জেতালেন সীমান্ত

গত সাউথ এশিয়ান গেমসে ভারোত্তলনে সোনা জেতার পর কেঁদে আলোচিত হয়েছিলেন বাংলাদেশের ভারোত্তোলক মা‌বিয়া আক্তার সীমান্ত। এবারও একই ক্যাটাগরিতে সোনা জিতলেন তি‌নি।

জানা গেছে, আজ শনিবার এসএ গেমসে পোখরায় মেয়েদের ভারোত্তোলনে ৭৬ কে‌জি ওজন শ্রে‌ণি‌তে শ্রীলঙ্কার প্রিয়া‌ন্থি‌কে হারিয়ে সোনা জিতেন বাংলাদেশের মা‌বিয়া আক্তার সীমান্ত।

মন্তব্যসাতদিনের সেরা