kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

২০২২ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকবেন আনসু ফাতি

কালের কণ্ঠ অনলাইন   

৭ ডিসেম্বর, ২০১৯ ১২:৪৯ | পড়া যাবে ১ মিনিটে২০২২ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকবেন আনসু ফাতি

আনসু ফাতির সঙ্গে নতুন করে আবারও চুক্তিবদ্ধ হলো ফুটবল ক্লাব বার্সেলোনা। ২০২২ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে থাকবেন ১৭ বছর বয়সী এই তরুণ সেনসেশন।  

জানা গেছে, গত বুধবার বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষের উপস্থিতিতে নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করেন ফাতি। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ ও স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল।

এর আগে গত জুলাইয়ে বার্সেলোনার সঙ্গে ক্যারিয়ারের প্রথম পেশাদার চুক্তি করেন ফাতি। সে সময় তাকে ক্লাবের অনূর্ধ্ব-১৯ ও ‘বি’ দলের জন্য বিবেচনা করে চুক্তির ধারা সাজানো হয়েছিল। এরপর ২৫ অগাস্ট লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার। এর পরের সপ্তাহে স্প্যানিশ লিগে ওসাসুনার বিপক্ষে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েন তিনি। এ পর্যন্ত ১১ ম্যাচে মূল দলের হয়ে মাঠে নেমেছেন ফাতি।

মন্তব্যসাতদিনের সেরা