kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

ম্যাচ সেরার পুরস্কারে এক নম্বরে কোহলি

কালের কণ্ঠ অনলাইন   

৭ ডিসেম্বর, ২০১৯ ১২:১০ | পড়া যাবে ১ মিনিটেম্যাচ সেরার পুরস্কারে এক নম্বরে কোহলি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২ বার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতলেন ভারতীয় দলপতি বিরাট কোহলি। গতকাল শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দলকে জেতাতে ব্যাট হাতে ৯৪ রান করে এই রেকর্ড গড়লেন তিনি।

জানা গেছে, এর আগে ৭৫ ম্যাচ খেলে ১২ বার ম্যাচ সেরা হয়েছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। আর কোহলি তার চেয়ে দুটি ম্যাচ কম খেলেই এই কীর্তি গড়েন। নবী-কোহলির নিচে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ৯৯ ম্যাচ খেলে ১১ বার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন তিনি।

হায়দরাবাদে অনুষ্ঠিত ওই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২০৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৮ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে ভারত।

মন্তব্যসাতদিনের সেরা